প্রথমবারের মত বাংলাদেশে ‘মি পপ’

৫ জানুয়ারি, ২০২০ ১৫:৪৭  
বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে শাওমি ব্যাবহারকারীদের মিলনমেলা মি পপ। আগামী ১৬ই জানুয়ারি ঢাকায় শাওমি ফ্যানদের এ মিলনমেলা আয়োজন করছে শাওমি বাংলাদেশ।
মি পপ হল শাওমি ব্যাবহারকারীদের এক ধরনের গেটটুগেদার বা মিলনমেলা যেখানে সারাদেশের শাওমি ফ্যানরা একত্রিত হয় এবং উদযাপন করে। প্রতিবছর ভারতে বেশ ঘটা করে এ আয়োজন করা হয় যেখানে অংশ নেন কয়েক হাজার শাওমি ব্যবহারকারী। এর ধারাবাহিকতায় এবার বাংলাদেশে মি পপ আয়োজন করছে শাওমি।
এ প্রসঙ্গে শাওমি কমিউনিটি বাংলাদেশের সুপার মডারেটর রায়হান হাসান বলেন, বাংলাদেশে শাওমি অফিসিয়ালি যাত্রা শুরু করার পর থেকেই আমরা মি পপের জন্য অধীরভাবে অপেক্ষা করছি। আশা করছি এই মি পপ বাংলাদেশের শাওমি ফ্যানদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হবে।
উল্লেখ্য, মি পপে রেজিষ্ট্রেশন করার জন্য http://event.mi.com/bd/apply/MiPOP2020 এই লিংকে যেতে হবে।